হায়রে জীবন
আজিজুর রহমান
মালেকের বাড়ি, গাজীপুর
এই দীর্ঘ পথ পরিক্রমায় কত চেনা মুখ,
হারিয়ে গেছে অনন্ত কালের জন্য।
কত প্রিয় মুখ অপ্রিয়ের খাতায় নাম লিখে
দেশান্তর হয়েছে।
জীবন এক পথ ভুলা নদীর মত !
বিরহের পথ বেয়ে সমস্ত সুখ বেদনা ভুলে
একদিন মৃত্যুর কোলে সবাই হারিয়ে যাবে
পৃথিবীর মায়া ভুলে।
জীবন বৈম্ভ্যের দাড় টেনেই পথ চলে।
হায়রে জীবন ! জীবনের অংক কি মিলে,
ভাটি জলে ভাঙ্গে না নদী
যদি পানি উজান না বহে ?
কবিতাটা কেমন হয়েছে জানাবেন