আমি যা দেখি তুমি কি তা দেখো?
তুমি তো দেখো মানুষ,
আমি দেখি প্রতিটা মানুষ একেকটা গল্প।
আমি যা দেখি তুমি কি তা দেখো?
তুমি হাসিমুখ দেখো,
আমি দেখি হাসিমুখের আড়ালে বিষাদমাখা চোখ।
আমি যা দেখি তুমি কি তা দেখো?
তুমি দেখো আকাশ ঢাকা মেঘ,
আমি দেখি মেঘের আড়ালে প্রদীপ্ত সূর্যের কিরণ।
আমি যা দেখি তুমি কি তা দেখো?
তুমি দেখো গভীর রাতের আঁধার,
আমি দেখি রাত শেষে ভোরের আগমনী।
আমি যা দেখি তুমি কি তা দেখো?
তোমার দেখা যেথায় শেষ হয়,
আমার দেখার শুরু হয় সেখান থেকেই।