--বিশ্ব মরুময়তা দিবস উপলক্ষে --
ধূসর মাটি, ফাটল ধরা বুক,
শুকিয়ে যায় নদীর স্নিগ্ধ সুখ।
মানুষের হাতে, প্রকৃতির ক্ষত,
মরুময়তার নগ্ন ছায়ায় ক্ষতবিক্ষত।
বৃক্ষ কেটে, জলাভূমি শুকায়,
কৃষকের ক্ষেতে ফসল মরে যায়।
নদীমাতৃক বাংলার জলের ধারা
হারিয়ে যায়, বাড়ে খরায় অশ্রুধারা।
কারখানার ধোঁয়া, কালো বিষের নিশ্চয়,
জলবায়ু বদলায়, প্রকৃতি হয় ক্ষয়।
মাটির উর্বরতা, হারায় জীবনীশক্তি,
মরুকরণের তাণ্ডব, ছিনিয়ে নেয় মুক্তি।
ফসল কমে, খাদ্যের দাম আকাশে,
দরিদ্রের পাতে শূন্যতা প্রকাশে।
অর্থনীতি টলে, সমাজে অশান্তি,
মানুষের জীবনে মরুকরণের ক্রান্তি।
জলাভূমি রক্ষা পেলে, হয়তো বাঁচতো দেশ,
নদীর কোল জুড়ে ফিরতো সবুজের রেশ।
মানুষ্যসৃষ্ট ক্ষতি, প্রকৃতির প্রতিশোধ,
মরুময়তার কালে, হারায় জীবনের বোধ।
এখনো হয়েছে সময়, হাতে হাত মিলাই,
বৃক্ষ রোপণে, জল সংরক্ষণে, জীবন জাগাই।
মরুকরণের ছায়া মুছে, ফিরুক সবুজ প্রাণ,
বাংলার বুকে ফুটুক নতুন জীবনের গান।
সচেতন হই সকলে, প্রকৃতির দিকে তাকাই,
মরুময়তার কালো ছায়া, একসাথে মিলে আটকাই।
জলাভূমি, নদী, বন বাঁচিয়ে, সবুজ করি দেশ,
মরুকরণের হাত থেকে রক্ষা পাক বাংলাদেশ।।