এক রাতে অনেক বেশি রাগ উঠে গেছিলো। স্বভাবতই আমার রাগ উঠলে প্রিয় মানুষের উপরে জাড়ি। সেই রাতেও তেমনি করলাম... তার সাথে রাগি রাগি ভঙ্গিতে কথা বললাম সে বুঝতে পারলো। অনেক চেষ্টা করলো কারন জানার কিন্তু আমার তো রাগের সাথে জেদো উঠে আছে! কিছুতেই বলবো না কি হয়েছে। পরে আমি রাগ দেখিয়ে ঘুমিয়ে গেলাম। অনেক রাত পর্যন্ত অনেক কল দিলো, ম্যাসেজ দিলো আমি কোনটাই পাত্তা দিলাম না। তারপর রাত কেটে গেলো সকাল হলো। ঘুম থেকে উঠে দেখি তার ম্যাসেজ আর কল! তখনো আমার মধ্যে রাগ বিদ্যমান!
হঠাৎ সে অনলাইনে এসে আবার ম্যাসেজ দিলো " কি গো জান রাগ কমছে ?" রাতে কিছু না বলে ঘুমায় গেছিলেন যে?, সাথে তার দেওয়া মিষ্টি কিছু ছবি দেখে রাগ গেলো হারিয়ে!
আমি শান্ত হলাম তাকে বলতে থাকলাম কি কি ঘটেছিল আমার সাথে, কেন হয়েছিল এতো রাগ!