ক্লান্ত পথিক
ক্লান্ত শ্রান্ত ব্যথা ভরা প্রাণ,
দুখো গীত বাজে মনে দিনমান।
ব্যাকুল চিত্ত হায় কি করি,
বাই অকূলে ভাঙ্গা এ তরী।
আজও না হেরি কূলের দিশা,
ঘিরে আছে শত রাত অমানিশা।
সুদূরে চাহি মেলে আঁখিপাত,
তারা দীপ মোরে দেখাবে কি পথ?
জ্বালি আশা দীপ অন্তরে আমি,
নাশো বুক জ্বালা অন্তর্যামী।
জলে ডুবে আছি তবু তেষ্টায়,
পরান আমার যায় বুঝি যায়।
দাও প্রেম সুধা ওষ্ঠে তুলে,
চাও মোর পানে বাতায়ন খুলে।
ক্লান্ত পথিক আসি দিবাশেষে,
দাঁড়ায়েছে দ্বারে; হাত ধর এসে।
নিবারিত কর বিরহ দহন,
প্রশান্ত কর অন্তর মন।
কবিতাটি কেমন হলো জানাবেন সবাই