. " আমার মায়া "
আজিজুর রহমান
মায়া আমার একান্তই চাওয়া
তাইতো তাকে ভুলতে পারিনা,
হৃদয়ে রাখি তাকে অতি যত্নে
স্বপ্নে তারি সাথে করি বসবাস।
মায়া আমার অব্যক্ত অনুভূতি
তাইতো তাকে আমি আজও,
ভালোবাসি কথাটি কেন যেন
সামনা সামনি বলতে পারি-নি।
মায়া আমার অতি আপন জন
তাইতো তাকে জ্বালাই সর্বক্ষণ,
সবাইকে আজ বলে যেতে চাই
তাকে ছাড়া বেঁচে থাকাটা দায়।
মায়া আমার দু'চোখের ক্রন্দন
তাইযে হৃদয়ে রেখেছি সর্বক্ষণ,
তাইতো তারই যন্ত্রণায় আজও,
দুইচোখে ফেলছি চোখের জল।