কবিতা
মিথ্যা
আজিজুর রহমান
১৭/০৬/২০২৫ ইং
মিথ্যা আছে বলেই তো সত্যের এতো দাপট
মিথ্যাও সত্যের মতো বর্ণগুচ্ছ ও শব্দ দিয়ে তৈরী
মিথ্যাও এ জগৎ সংসারে বা বাস্তব পৃথিবীতে অত্যন্ত জরুরি
মিথ্যাকে সুযোগ দিলেই এ জগৎ সংসারে সত্য উদ্ভাসিত হয়
এইজন্য বলছিনা যে সবাই মিথ্যা কথা বলুক
মিথ্যা নিজেই সরাসরি চলে আসে
মানুষের কথার মাঝে, কর্মের মাঝে মিথ্যা নিজেই এসে যায়
এমন কোনো মানুষ নেই যে জীবদ্দশায় মিথ্যা কথা বলেনি
প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে মিথ্যা কথা বলতেই হয়
মিথ্যা নিজেই চলে আসে, মিথ্যাকে আশ্রয় করতে হয় না
একটা সত্য কথা বলার জন্য
মানুষকে সহস্রবার মিথ্যা কথা বলতে হয়
এ জগৎ সংসার মিথ্যা ছাড়াও চলতে পারে না
জগৎ সৃষ্টিতে মিথ্যারও বিরাট ভূমিকা রয়েছে
মিথ্যা আছে বলেই তো সত্যের জয়
আজ যাকে মিথ্যা বলি,কাল সে সত্যও হতে পারে
সত্য-মিথ্যা একে অপরের পরিপূরক
সত্য-মিথ্যা দুই দিয়েই এই পৃথিবী গঠিত
মিথ্যার জন্যই সত্য গঠিত হয়
তাই মিথ্যা শব্দটিও সত্য
মিথ্যা আছে বলেই সত্য গঠিত হয়।