“চিঠির পাতায় ভালোবাসা”
রোজ রাতে কাফি চিঠি লিখত। কাকে? সে নিজেও জানে না। শুধু একটা ঠিকানায় পাঠিয়ে দিত — “নীলা, গ্রামের বাড়ি, পশ্চিম পারা।”
নীলা কখনো চিঠির জবাব দেয়নি। কিন্তু কাফি থামেনি।
একদিন ডাকপিয়ন এসে বলল, “ভাই, তোমার চিঠির উত্তর এসেছে।”
হাতে কাপা কাপা করে খাম নিল কাফি। ভেতরে লেখা —
“তোর প্রতিটি চিঠি পড়ি, প্রতিদিন কান্না করি। আমি এখনো তোকে ভালোবাসি কাফি। কিন্তু সমাজের ভয়ে ফিরে আসতে পারিনি।”
সেইদিন থেকে কাফি আর চিঠি লেখে না। সে অপেক্ষা করে, চিঠির পাতায় লেখা সেই মেয়ে একদিন দরজায় এসে দাঁড়াবে।
Kafe Sardar
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?