গল্প ২১: বৃদ্ধাশ্রমে ভালোবাসা
কাফি এখন ৬৫। স্ত্রী নেই, সন্তান দূরে। বৃদ্ধাশ্রমই এখন তার ঠিকানা।
একদিন নতুন একজন এল—মায়া। হুইলচেয়ারে বসা, মুখে থমথমে চাহনি।
ধীরে ধীরে তারা কথা বলা শুরু করল। গল্প, কবিতা, স্মৃতি।
একদিন মায়া বলল, “তুমি কি জানো? আমি একসময় একজনকে ভালোবাসতাম — তার নাম কাফি ছিল।”
কাফি কেঁপে উঠল। বলল, “তুমি সেই মায়া? আমি তো সারাজীবন তোকেই খুঁজেছি।”
দুজনেই হেসে উঠল। শেষ বয়সে তারা ফিরে পেল এক অসমাপ্ত প্রেমের পূর্ণতা।
সমাপ্ত
✍️ লেখক: কবি কাফি