🌿 ১৫তম গল্প: তোমার পছন্দ ছিল নীরবতা
𝓢𝓪𝓭𝓲𝓪 খুব কম কথা বলত।
তবুও রাব্বি তাকে ভালোবেসে ফেলেছিল।
সে কখনো প্রেমের প্রস্তাব দেয়নি, কারণ জানত — সাদিয়া চুপচাপ ভালোবাসতেই স্বচ্ছন্দ।
একদিন রাব্বি লিখে রাখে একটা চিরকুট —
"তোমার নীরবতাই তোমার গল্প, আমি সেই গল্পের পাঠক হয়ে থাকতে চাই।"
সাদিয়া সেই চিরকুট পায়। হাসে, কিন্তু কিছু বলে না।
✨ সমাপ্ত ✨
🖋️🪔 লেখক: কবি কাফি 📖