সময়ের ডাকে
সময় দিয়েছে ডাক
মনোযোগ দিয়ে শুনুন।
প্রয়োজন করেছেন
আবেদন,
মনোযোগ দিয়ে পড়ুন।
আর বর্তমান করেছে
অবিরাম আহবান,
সবকিছুতে উন্নতির কারণে
সবকিছুতে আধুনিকায়নের
পাঠক মনোযোগে একটু ভাবুন।
সময়, প্রয়োজন আর বর্তমান
একই পথে -
একই গতিতে চলমান
দাবি তাদের বেগবান
হৃদয় গলে সিরিজ সুগঠন
সুচিক্কিত প্রচ্ছদ আর
দৃষ্টিনন্দত বদন
রূপে ও কলবড়ে উন্নয়ন
আজ এই বর্তমানে খুবই প্রয়োজন।
তাই সময়ের ডাকে
প্রয়োজনের আবেদনে
আর বর্তমানের স্বপ্ন পূরণে
উন্নত পরিবর্তন তবে
হৃদয় গোলের প্রচ্ছদে
হৃদয় গোলের কলবরে।
উন্নয়ন হবে অসাধারণ
সংস্কার হবে চমৎকার
হৃদয় গোলের প্রতিটি গ্রন্থের
প্রতিটি পাতার।
হৃদয় গোলের আমির বাণী
মুক্তাক্ষর গুলোরূপ নেবে এবারে
দামে অফসেট পেপার।
MD Maruf
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?