বিরহের প্রদীপ
আজিজুর রহমান
নিরব নির্দয় সময় গুলো
যখন হাতছানি দিয়ে ডাকে
বিরহের প্রদীপ গুলো
নিভু নিভু করে জ্বলে।
অসময়ের অশনি সংকেত,
না জানি কখন আসে।
তবুও ঝরে যাওয়া পাতা
বাতাসের দলে ভেসে যায়
অসময়ের কাঠগড়ায়
নিজেকে দোষী মনে হয়।
তবে কি সব ভুল যে ভুলের অন্তরালে
অসংখ্য স্মৃতি রয়ে যায।
বিদায় বসন্ত বিদায়।
বর্ষবরন
ওঝার পাড়া, গাজীপুর
পতিং মালার দ্বার খুলেছে,
বসন্তে তাই মন মেতেছে।
শিউলী ঝরে গেছে সেই কবে ?
বকুলের কুড়ি দেয়নি উকি
নতুন পাতার ফাঁকে।
খাল বিল সব শুকিয়ে গেছে,
তৃষ্ণায় ফাটে বুক।
মরু ভূমির মতো ঢেউ খেলে রোদ্দুর ছায়া দোলে।
কৃষ্ণচূড়ায় রং লেগেছে কানাই ঝরাফুলে।
বর্ষবরনে মেতেছে আজ
বাঙ্গালী নব জাগরনে।
সরু সকালে শিশির ঝরে দূর্বা শত দলে ।