এক হুজুর অর্থের প্রয়োজনে তিন লক্ষ টাকার দোয়া করতে লাগলেন। তাঁর আমল এতো ভাল ছিল যে তিনি তিন লক্ষ টাকার দোয়া করতে সাহস করলেন। তারপর এই দোয়া কবুল হল কিভাবে এই নিয়ে আজকের তিন লক্ষ টাকার দোয়া নামক গল্প।