9 i ·Oversætte

আজ না হোক কাল!!

একদিন না একদিন আফসোস করে বলবেই একজন স্বার্থহীন নির্লোভী মানুষ ছিলো, যে শত অবহেলা, শত অপমান সহ্য করেও আমার কাছে ফিরে আসতো একটু শান্তির আশায়। একটু ভালোবাসা আর যত্নের কতই না কাঙ্গাল ছিলো। চোখে পানি নিয়ে, অশ্রু মুখে একচিলতে হাসি রেখেই বলতো, আমি ভালো আছি।

অথচ সেই 'একজন' মানুষটার চোখেই ছিলো অজস্র না বলা কথা। ছিল একবুক ভালোবাসা। অপমান আর লাঞ্চনার করাঘাতে পৃষ্ঠ হয়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয় যা তুমি কোনোদিনও বোঝার চেষ্টা করোনি। সে বারবার এসেছে, ভেঙে পড়েছে আবার দাঁড়িয়েছে, আবার কাদঁতে কাঁদতে ফিরে গিয়েছে শুধু তোমার জন্য। যা তোমার বড্ড বেশি ন্যাকামি মনে হতো।

সে তোমার কাছে নিজেকে খুইয়েছে,, অভিমান, অভিযোগে নিজেকে জ্বালিয়েছে, একটু কথা বলার জন্য,, একটু স্বস্তির জন্য কত বাহানা কতই না পাগলামি করেছে,,,,, কিন্তু তুমি তাকে বুঝোনি। সে যতই তোমায় আঁকড়ে ধরেছে ততই তুমি অবহেলার চাঁদরে মুড়িয়ে তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছো। তোমার কাছে তার কোন গুরুত্বই ছিলোনা।
প্রিয় মানুষের কাছে মানুষ ব্যক্তিত্ব তুলে ধরে না।

আত্নসম্মান-এর ধার ধারে না। সেই সুযোগটাই হয়তো তুমি কাজে লাগিয়েছো। তুমি এবং তোমরা তাকে এত বেশি আঘাত করেছিলে যে, বুঝতেও পারোনি সে পুরোপুরি ভেঙে গিয়েছে ভেতর থেকে। এবার আর শত চেষ্টা করেও তাকে আগের মত ফিরে পাবেনা।

কে কতদিন এত আঘাত সহ্য করে, বলো? কে কতদিন এত অপমান, অপদস্ত, মিথ্যাচার, অবহেলায় মুখ বুঝে পড়ে থাকে, বলো?

দিনশেষে আয়নার সামনে দাঁড়ালে যে বড্ড ছোট মনে হয় নিজেকে! মস্তিষ্ক, আর কলিজা ছিন্নভিন্ন হয়ে যায় আঘাতের যন্ত্রণায়।

সহ্যের তো একটা সীমা থাকে, তাই নয় কি?

জানো তো, আবেগী অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর ঘৃণাও তাদের ভালোবাসার চেয়ে তীব্র। এই আবেগী মানুষগুলো বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসার পড়ে একবার যদি মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের ফিরে পাওয়া যায়না। কারো সাধ্যই থাকে না ফিরিয়ে নেয়ার।

তারা এমনভাবে মুখ ফিরিয়ে নেয়,,,। তাদের সামনে তুমি মুখ থুবড়ে পড়ে থাকলেও ফিরে তাকাবেনা।

তারা পুরোপুরি অস্তিত্ব বিলীন করে তবেই হারায়। যাবার আগে শিকড় সহ উপরে ফেলে যায় তাদের অস্তিত্ব চিরদিনের জন্য।

তারপরও সে তোমার কাছে বারবার ছুঁটে এসেছে। নিজেকে বারবার ভেঙেচুরে প্রকাশ করেছে। তুমি ভেবেছিলে সে অবুঝ বোকা ছিলো। তাহলে ভুল করছো। তোমায় প্রিয়'র তালিকায় রেখেছিলো বলেই তোমার কাছে ছুটে গিয়েছিলো। নিজেকে আবেগী করে তুলেছিলো। খুচরো পয়সার মতো জমা রেখেছিলো তার সকল অস্তিত্ব।

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

5 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।