তুমি কি সত্যি ভাবো আমি তোমাকে ভুলে যাবো.? তোমাকে ভুলা কি এতো সহজ.?
তুমি কি আমার কাছে এতটাই সস্তা? না কখনোই না.. কারণ তুমি ছিলে জীবনের সেই অধ্যায়, যেটা আজও সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর।
তুমি ছিলে আমার হাসির একমাত্র কারণ,চোখ ভেজা রাতগুলোর সুখ। তোমার সাথে কাটানোর সময়গুলো এখনো মনে পড়ে, যেন ঠিক এখনো পাশে আছো।
ভুলে যাওয়া গেলে এতদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেতো,, কিনতু না, মাঝরাতে এখনো তোমাকে মনে পড়ে তোমার ছোটো ছোটো কথা ভেবে ঘুম ভেংগে যায়।
তুমি ছিলে জীবনের শ্রেষ্ঠ অনুভব। হয়তো পাশে নাই পাশে থাকো না তবে তুমি প্রতিটা সুখের দুঃখের ভিতরে জড়িত।
তুমি কি ভাবো তোমাকে ভুলাটাই এতো সহজ..? না তুমি হলে আমার হৃদয়ের মাঝখানে বসবাস করা সেই নাম যেটা মুছে ফেলা যায় না। 💔