7 ث ·ترجم

আমাদের এলাকার গরিব এক ছাত্র পরিক্ষায় ফেল করে তার মা ও বাবা তাকে প্রচন্ড মাইর দেয় ছেলেটি মনে কষ্ট নিয়ে ঢাকা চলে আসে ছেলে টি ছিল দেখতে খুব সুন্দর ঢাকায় এসে তার খালার বাড়িতে উঠে খালার বাসায় থেকে একটা কাজ জোগার করে নেয় এই ভাবে চলছে তার জীবনের চাকা হঠাৎ এক মেয়ের সাথে দেখা হয়ে যায় কথা হয় এই ভাবে চলছে থাকে কয়েক মাস মেয়েটি ওকে একটি চাকরি জোগাড় করে দেয় আর মনে মনে ঐ ছেলেকে একটু পছন্দ করেন ছেলেটি বুঝতে পারেনি হঠাৎ বসের মেয়ের চোখে পড়ে কথা হয় এই করে চলতে থাকে হঠাৎ তার মনের কথা বলে ছেলেটি ফিরিয়ে দেয় আমি গরিব এ হয়না কিছু দিন পরে ছেলেটা বাড়ি ফিরে আসে মা ও বাবা সাথে দেখা করতে এর মধ্যে বসের মেয়ে মারা যায় আবার ঢাকায় ফিরে আসে এসে সুনে অনেক কষ্ট পায় প্রথম মেয়ের সাথে দেখা করতে জায় এসে দেখে তার খালার ছেলের বউ হয়েছে মেয়েটি মনে মনে প্রচন্ড ব্যথা পেলো মনের কষ্টের কথা কাউকে বলতে পারলো না

📲 Download our app for a better experience!