6 w ·Translate

যে তোমাকে ভালোবাসবে ,
সে তোমার সমস্তটা জেনেই ভালোবাসবে।
তুমি কালো হও কিংবা ফর্সা !!
খাটো কিংবা লম্বা !!

যে তোমাকে ভালোবাসবে,
সে তোমার ভালো, খারাপ
সবদিক গুলোকে ও ভালোবাসবে।
তোমার ভালো দিকগুলোতে মুগ্ধ হবে ,
আর খারাপ দিকগুলো ভালো লাগাতে শুরু করবে।
এই রঙিন দুনিয়ার জমকালো রঙ খুঁজতে গিয়ে
সাদা মাটা রংটাকে হারিয়ে ফেলো না।
না হয় দেখবে যা তোমার উপযুক্ত ছিলো !
তা তুমি সঠিক সময়ে ব্যবহার করতে পারোনি।

আধুনিক যুগের পোশাক দেখে
তুমি মানুষ খুঁজতে যেও না!
একটা খাঁটি মনের মানুষ খুঁজো।
হলে হোক না সে খুবই সাধারণ!!
তবুও আধুনিক পোশাকের মধ্যে ডুবে যেও না ।

যুগের সাথে তাল মিলিয়ে বয়ফ্রেন্ড খুঁজতে যেও না,
অপেক্ষা করো ,যে হবে তোমার প্রেমিক
সে একদিন আসবেই !!
তখন সম্পর্কের মধ্যে ব্রেক আপ বলে কিছু থাকবে না। যদিও কখনো আলাদা হবার কথা উঠে!!
তবে হলে হোক বিচ্ছেদ!!

শুধু আস্থা রাখতে হবে সময়ের উপর,
অপেক্ষা করতে হবে, সঠিক মানুষের জন্য।।

(সংগৃহীত)