রাফি প্রতিদিনের মতো ডাকবাক্স খুলে একটি চিঠি পেল। প্রেরক নেই, শুধু লেখা—“শেষ দেখা, সন্ধ্যা ছ’টায়, সেই পুরনো জায়গায়।”
মনটা ধক করে উঠল। ঠিক দশ বছর আগে সেখানেই মায়া তাকে ছেড়ে গিয়েছিল।
রাফি সময়মতো হাজির হয়। সূর্য ডুবছে, চারপাশে সোনালি আলো। হঠাৎ একজোড়া পা থেমে দাঁড়ায় তার সামনে।
মায়া। একেবারে আগের মতোই, শুধু চোখে ছিল অপার নীরবতা।
“দেরি করে ফেললাম, কিন্তু ভুলিনি...” বলল সে।
রাফির চোখ ভিজে যায়। এই দেখা, হয়তো আবার শেষবার।
---
আরও চাও? প্রেম, রহস্য, বা ভৌতিক যেকোনো ধরনের ছোট গল্প দিতে পারি!
Gefällt mir
Kommentar
Teilen
Yasin Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?