ধানক্ষেতের উপর ভোরের শিশির, তালগাছের মাথায় বসে থাকা বকের দল, আর সেই বয়ে চলা নদীর শব্দ। গ্রামের প্রকৃতি যেন প্রকৃতির কাব্যগাঁথা। এমন সুন্দর সবুজের গ্রামকে কি ভালো না বেসে পারা যায়?
হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔