*"প্রকৃতির প্রেম"*
নীল আকাশে সাদা মেঘেরা, খেলে যেন খুশির গান,
সবুজ ঘাসে শিশির বিন্দু, ঝলমল করে প্রাণ।
নদীর বুকে রৌদ্রছায়া, ঢেউয়ের তালে বাজে সুর,
পাখির গানে ভোরের প্রেমে, জাগে হৃদয়, করে নূর।
বৃক্ষরাজির ছায়া ঘেরা, শান্তির এক স্বর্গ যেন,
ফুলের গন্ধে, বাতাস হাসে, মধুর স্পর্শ নিয়ে তখন।
সূর্য ডোবে লাল রঙে, আঁকে সোনালী বিকেল,
প্রকৃতি যেন ভালোবাসা, হৃদয়ের এক চির খেলা।

כמו
תגובה
לַחֲלוֹק