---
*"তুমি আর প্রকৃতি"*
তুমি এসেছিলে নদীর ধারে,
পাখির গানে, ফুলের বারে।
তোমার চোখে আকাশ নীল,
মনে লাগে বসন্তর হিল।
তুমি হাসলে সূর্য ওঠে,
তোমার স্পর্শে বৃষ্টি ঝরে।
পথের ধারে নাম না জানা ফুল,
তোমায় দেখে পড়ে ভুল।
তুমি থাকো এই প্রকৃতির মতো,
শান্ত, কোমল, ভালোবাসায় ভরতো।
প্রতিদিনই তোমায় চাই,
তুমি না থাকলে মন যে কাঁদে, তাই।
---

জুলিয়েট শেখ
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?