🥀💔অভিমান করে কথা বলা বন্ধু করার পর দেখি, সেও আর চায় না কথা বলতে।🥀💔💚︵❝།།🌺কাউকে ঠকানো বড্ড সহজ,🥀 কিন্তু ঠকানোর পর যা পাবেন, তা হজম করা কঠিন।🥀🙂💔╔━━━━︵❝།།😊💚🌺━━━━╗যে এক বার নিজেকে খোঁজে নেয়, সে আর কখনো হারায় না।╚━━━━︵❝།།😊💚🌺━━━━╝পুরুষের মন খারাপ মানে টাকার অভাব
পার্ট ৫একবারও কি ভেবে দেখেছেন সময় কিন্তু সব থেকে দাবি
অথচ খুব সহজেই সময় টা আমরা নষ্ট করতেছি
পার্ট ৩মানুষ কাজ করতেই পারে না
কাজ তো করাই তার সপ্ন
পার্ট ১🦋─༅༎❝ব্যাস্ত এই শহর জুড়ে❞༅😅
•─❝অবিশ্বাসের ঢেউ ❞★
🦋─༅༎•❝সবাই বলে পাশে আছি❞..
༅༎❝পাশে থাকে না কেউ❞🙂মেয়ের মা যদি টাকা খুজতে পারে
তাহলে ছেলের মায়ের রুপ খুজতে সমস্যা কেথায়সম্পর্ক টা টাকার তো
তাই ঠীক নেই
যদি তোমার টাকা থাকতো
তাহলে সে তোমার থাকতোপাখি তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই 😔💔
যে আকাশে সুখ পাও সেই আকাশে উইরা যাও🕊️🕊️💔বুকেতে হাত রেখে বলো....বলনা,
আমায় কি মনে পরেনা।
চোখেতে চোখ রেখে বলো.... বলনা,
আমায় কি মনে পরেনা।
কত দিন কত রাত এ বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারোনা।
বুকেতে হাত রেখে বলো..... বলনা,
আমায় কি মনে পরেনা।
কত দিন গত হল দেখিনা তোমার চাঁদ মুখ,
একা একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি
সেইতো তোমার বড় সুখ।
কত দিন গত হল দেখিনা তোমার চাঁদ মুখ
একা একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি
সেইতো তোমার বড় সুখ,
কত মান অভিমান,বলেছো জানের জান
তুমি ছাড়া এ জীবন চাইনা।
বুকেতে হাত রেখে বলো..... বলনা,
আমায় কি মনে পরেনা।
বুকেরি ভেতর আমি রেখেছি তোমাকে যতনে
সারাক্ষন ভাবি আমি সে কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে।
বুকেরি ভেতর আমি রেখেছি তোমাকে যতনে
সারাক্ষন ভাবি আমি সে কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে।
এ মনের আংগীনায়, তোমাকে ছাড়া
অন্য কিছু ভেবে পাইনা।
বুকেতে হাত রেখে বলো.....বলোনা,
আমায় কি মনে পরেনা,
চোখেতে চোখ রেখে বলো.....বলনা,
আমায় কি মনে পরেনা।
কত দিন কত রাত এ বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না.......
বুকেতে হাত রেখে বলো...বলনা,
আমায় কি মনে পরেনা।
#bangladhes #fahim

Farjana akter Jerin
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?