হারানো দিন
আজিজুর রহমান
তারিখঃ ২০/০৬/২০২৫ ইং
ফিরে দেখা হয় না সেই দিনগুলি আর,
ধূসর স্মৃতির কোণে বন্দী তারা বারবার।
ছোট্টবেলার স্বপ্নগুলো, মেঘে ঢাকা আকাশ
আজও যেন হৃদয়ে তোলে বিষাদের দীর্ঘশ্বাস।
ধুলোপড়া ছবির ফ্রেমে বন্দী হাসিগুলি,
বন্ধুদের সাথে ছোটাছুটি, রঙিন ফুলঝুরি।
পুকুরঘাটে ডুব সাঁতার, লুকোচুরি খেলা
শেষ বিকেলের নরম রোদে মন জুড়ানো বেলা।
মায়ের কোলে মাথা রেখে শোনা ঘুমপাড়ানি গান,
বাবার বকুনিতেও ছিল ভালোবাসার টান।
স্কুলের মাঠে প্রথম প্রেমের কাঁচা সলজ্জ গাঁথা,
হারিয়ে যাওয়া দিনের খাতায় লেখা সে সব কথা।
সময়ের স্রোতে ভেসে গেছে কত চেনা মুখ,
তবুও স্মৃতির আলোয় পাই খানিক সুখ।
হারানো দিনের গান বাজে স্মৃতির অলিন্দে,
অতীতের সুখস্মৃতিতে মন বাঁধা পড়ে দ্বন্দ্বে।
আজও খুঁজি সেই পুরনো দিনের পথ,
যেখানে মিশে আছে আমার জীবন-রথ।
হারিয়ে গেছে সে সব, জানি ফিরবে না আর
তবুও স্মৃতির আকাশে জ্বলে তারা অনিবার।