কবিতা : অচেনা
কলমে : আব্দুর রহমান
(Dated 19.06.2025)
মন হারাবো বলেই আমি ,
প্রেমে যে তার পড়েছি ,
ফুলুক ফালুক তাকিয়ে আমি ,
তাকেই তো দেখেছি |
নদীর স্রোতের গতির মত ,
প্রবাহ আমি দিয়েছি ,
জানি একদিন সে আসবে , বলবে ,
তোমার প্রেমে পড়েছি।
আমি শুনেছি , হেঁসেছি ,
তাকে ভালোবেসেছি ,
পাহাড় তোমার কাছে এসে ,
কেবল তোমায় দেখেছি |
অপরূপ এই দৃশ্য খানি ,
ক্যানভাসে রূপ দিয়েছি ,
বাতাসে কানটা পেতে তার ,
আওয়াজ আমি শুনেছি |
খরস্রোতে ভেসে আমি ,
জোয়ার ভাটা দেখেছি ,
আমি এসেছি , ভালোবেসেছি |
নয়ন খুলে দেখি কেবল ,
তোমার কাছে এসেছি ,
অজানা এই পৃথিবীতে ,
মানুষ আমি চিনেছি ,
আমি তোমার , আমি তোমার ,
আমি ফিরে এসেছি।