একদিন একটা ঈগল আমার বাসার সমনে আসলো। আমি ঈগল পাখিকে কিন্তুু খেতে দিলাম। এর পর থেকে ঈগল পাখিটি আমার বাসার সমনে থাকা শুরু করলো। এই ঈগল পাই তার জন্য একটা ঘর বানাইলো আমার বাসার সামনে। অনেক দিন হয়ে গেলো ঈগল পাখি এসেছে। আমি দেখি ঈগল পাখিটি তার বাসায় ডিম পেড়েছে। আমি ভাবলাম ভালোই হলো এখন আরো কয়েকটা পাখি হবে। কিন্তুু হটাৎ একদিন ভূমিকম্প হলো সেই ভূমিকম্প গোটা পাহাড় নড়ে উঠলো। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পরে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগীর বাসার উঠোনে ।
মুরগী সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো। অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগীর বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো।