আমি মাদ্রাসায় পড়ি। এই বারে ২০২৫ আলিম পরিক্ষা দিবো। কিন্তুু দেশের যে অবস্থান মনে হয় পরিক্ষা হবে না। আমি বুঝতে পারছি না পরিক্ষা হবে কি হবে না আমি সেটাই বুঝতে পারছি না।
হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔