#দেশ # ভালোবাসা #মুক্তি #জনগণ
তারা বলেছিলো রাজপথ দখল করবে, এখন তাদেরকেই অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না কেন?! উনারা কে কোথায় লুকিয়ে আছেন, কার পরিবার, আত্নীয় স্বজনের কাছে কি কি সম্পদ আছে, সেগুলো অর্জনের উৎস কি এসবই জনগণের কাছে প্রকাশিত হওয়ার কি সময় আসে নি?! আসে নি কি সময় বিচারের মুখোমুখি করার?! যত বিলম্বিত করা হচ্ছে তত গন জনতা আশাহত হচ্ছে, দেশের মানুষকে ঠকিয়ে, দেশের উন্নয়নে কাজ না করলে পরবর্তী দেরও আরও মন্দ ফল ভোগ করা লাগবে।

처럼
논평
공유하다