গল্প: “কমেন্টবাজ কাকু” 🧓🗨️
আমার এক চাচা আছেন, নাম আনিস কাকু। বয়স পঞ্চাশ, কিন্তু মনটা ১৮ বছরের তরুণ! মোবাইল আর ফেসবুক ছাড়া তার চলেই না। একদিন তিনি আমার এক ভিডিও দেখে খুব মনোযোগ দিয়ে বললেন, “এই যে, তোর ভিডিওর লাইটিং একটু ডিম ছিল… আর ব্যাকগ্রাউন্ডে যে গাছে পেঁপে ঝুলতেছে, ওটা কি প্রপস?” আমি তো অবাক! 😳
তারপর দেখি, তিনি আমার ভিডিওতে গিয়ে কমেন্টও করে দিয়েছেন—“ভালো লাগলো, কিন্তু পেঁপেটা অনেক পাকা ছিল!” 😆
সেই থেকে আমার বন্ধুরা তাঁকে ডেকে ডেকে বলে “কমেন্টবাজ কাকু”।
কিন্তু মজার ব্যাপার কী জানেন? ওই কমেন্টেই ভিডিওটা ভাইরাল হয়। লোকে গিয়ে দেখে, কাকু ঠিকই বলেছে—পেঁপে ঝুলতেছে। অনেকে হাসে, কেউ আবার সিরিয়াসভাবে ভিডিও বিশ্লেষণ করে।
এরপর থেকে আমি জানি, কমেন্টকারীরা শুধু দর্শক না—তাঁরাও শিল্পী। কারও চোখে ব্যাকগ্রাউন্ড, কারও চোখে শব্দ, কেউ খুঁজে বের করে এক সেকেন্ডের মজার মুহূর্ত।
তাই আমি এখন প্রতিটা কমেন্ট পড়ে, কৃতজ্ঞ হই, আর মনে মনে ভাবি—আমার ভিডিওর পেছনে লুকিয়ে থাকা আসল তারকারা হয়তো আপনাদের মতোই কেউ!
জুলিয়েট শেখ
Delete Comment
Are you sure that you want to delete this comment ?