আমি একদিন একটা যুবকে দেখলাম। যুবক ছিলো খুব গরিপ কি খায় কি বা না খায়। দরিদ্র যুবক রাস্তায় ফেরি করে বিভিন্ন জিনিস পত্র বিক্রি করতো। একদিন সে আমার বাড়ির পাশ দিয়ে অতিক্রমকরলো তাকে ডাক দিলাম একটি পণ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম। যুবক তার গুনগত মান ও মূল্য সম্পর্কে আমাকে বললো। আমি তার পণ্যটি কিনে নিলাম। এর পরে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খেয়েছো। সে বললো কিছু না তখন আমি তাকে বাড়ির ভিতরে ঢুকতে বললাম এর পরে তাকে খেতে দিলাম ।