একবার একটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ ঝরনায় জল খাচ্ছিল । এমন সময় সে দেখতে পেল- নিচে কিছুদূরে একটা মেষশাবকও ঝরনায় জল খেতে নেমেছে।
নেকড়ে বাঘ উপর থেকে চিৎকার করে বলল, “ওরে হতভাগা, আমার খাবার জল ঘোলা করিস কেন?” মেষশাবক বিনীতভাবে বলল, “আপনি ভুল বলছেন। জল উপর থেকে নিচের দিকে আসে।
ঝরনার জল আপনার কাছ থেকেই আমার দিকে আসছে।” নেকড়ে বাঘ রেগে বলল, “বেশি কথা বলবি না। আমি তোকে চিনি । তুই না গত বছর আমায় গালাগাল দিয়েছিল?”
মেষশাবক ভয়ে ভয়ে বলল, “গতবছর তো আমার জন্মই হয়নি!” নেকড়ে বলল, “তবে তুই গালি দিনি, তোর বাপ দিয়েছে। সে তো একই কথা!”
এই বলে হিংস্র নেকড়েটা নিরীহ মেষশাবকের ঘাড়ে লাফিয়ে পড়ল ।