লালমোহন লাঙ্গলখালি উপজেলা গেইটের সামনে এই ছেলেটি বাসের সাথে সাইকেল নিয়ে একছিডেন্ট করেছে। ছেলেটি সুধু তারননাম বলেছে সায়মুন। বাড়ির ঠিকানা বলেছে গজারিয়া সৈনিক বাজার আর কিছু বলতে পারেনি। এখন লাঙ্গলখালী জুয়েল ডাক্তারের ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ যদি বাচ্চাটিকে চিনেন তাহলে তার বাবা মা বা কোন আত্মীয় স্বজন কে জানানোর জন্য অনুরোধ করাগেল।
যোগাযোগ 01303-920929
