নলডাঙ্গার বুকজুড়ে এক স্বপ্নময় জায়গা — পাটুল বিল।
বর্ষায় যখন পানি টলমল করে, পুরো বিলটা যেন একটা আয়নার মতো জলে ভরে ওঠে।
শাপলা-শালুকে সাজানো বিলের বুক, পাখির ডাক আর নৌকার ছলাৎছল শব্দ—সব মিলিয়ে এক শান্তির আবেশ।
সকালের কুয়াশা, সন্ধ্যার রঙিন আকাশ, আর দূরে দেখা গ্রামের সীমানা—সব মিলেই পাটুল বিলে ছড়িয়ে থাকে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য।
এখানে প্রতিটা ঋতু বদলের সঙ্গে বদলে যায় রূপ, কিন্তু ভালো লাগা? সেটা একটুও কমে না।
পাটুল বিল শুধু একটা জলাশয় না, এটা নলডাঙ্গার প্রাণ, মানুষ আর প্রকৃতির মেলবন্ধন।