🍃
সবুজ পাতার নরম ছোঁয়া, হাওয়ার মিষ্টি গান,
পাখির ডাকে ভোরের আলো, জাগায় নতুন প্রাণ।
নদী বয়ে যায় আপন মনে, গায় সে ঢেউয়ের ছন্দ,
প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে, স্বপ্নের মধুর বন্ধ।
পাহাড় বলে সাহস রাখো, আকাশ দেয় ডানার শক্তি,
প্রকৃতি সেরা শিক্ষক আমাদের, শেখায় সত্য-ভক্তি।
🌞
Shakil Hossain
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?