আমার জীবনে তোমার প্রয়োজন কোনদিন ফুরাবে না
তুমি হলে আমার জীবনের অক্সিজেন
অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে, বলো!
তোমার সাথে মান - অভিমান হবে
হালকা ঝগড়া হবে
তারপরে তুমি আমার বুকে মুখ গুঁজিয়ে রবে,
তোমার সাথে কি কথা না বলে থাকতে পারি বলো!
তোমার সাথে রাতদুপুরে খুঁনসুটি হবে
জ্যোৎস্নার আলোয় আমাদের উথাল-পাথাল প্রেম হবে
রিকশায় চড়ে তোমার হাত ধরে তোমার শহরে ঘুরে বেড়াবো
নদীর পাড়ে বিকেলের কনে-দেখা আলোয় তোমার পানে তাকিয়ে রবো
টিনের চালে বৃষ্টির শব্দে মোহিত হবো
জুমঘরেতে রাতভর পরস্পরকে জড়িয়ে রবো
মাঝে মাঝে তোমার ঠোঁটের পাশে তিলটাকে ছুঁয়ে দিবো
তোমার দেয়া মেহেদীতে আমার মুখটা রাঙিয়ে নিবো
তোমার ভালোবাসায় নিজেকে সাজিয়ে নিবো
আর কি চাই, বলো তো!
আমি শুধু তোমাকেই চাই, আমার তোমাকেই প্রয়োজন
কারণ এই পৃথিবীতে তুমি আমার বড্ড আপন।
Shakil Hossain
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?