কবিতাঃ কোন সে সত্ত্বায়
দিনের ক্লান্তি শেষে শুনি,
প্রানচ্ছল দরদীকণ্ঠের পাণ্ডুর নীলজ্যোৎস্না।
অস্ফুট থর থর কণ্ঠে সীমাবদ্ধ বাক,
কখনো কখনো থমকে যায়।
মাটির ধরাতে মায়াবী চলার গতি,
থমকে দেয় অদৃশ্য বেড়াজাল!
নান্দনীয় ডানায় ব্যাথা, পোড়া দাগ।
কে রাখে খবর ? কোথায় কাঁপে!
নিঃশ্বাসের প্রতিটি নির্গত শ্বাস
বুকের ভেতরে ডুকরে মরে।
বোবা সরতন্ত্রি কাব্যেই জাগ্রত।
এলোপাথাড়ি মোচড়ানো আর্তচিৎকার বৃত্ত বন্দী।
অদূরে মিলিয়ে যায়, কোন সে সত্ত্বায় ?
Shakil Hossain
Deletar comentário
Deletar comentário ?