🇮🇷 ইরানকে বোকা ভাবার ভুল করেছিল আমেরিকা!
যে তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকা বা তার দোসররা হামলা চালিয়েছে —
👉 নাতাঞ্জ (Natanz)
👉 ফোর্ডো (Fordow)
👉 আরাক (Arak)
তারা ভেবেছিল এই জায়গাগুলো ধ্বংস করলেই ইরানের পারমাণবিক শক্তিকে থামানো যাবে।
✅ কিন্তু বাস্তবতা হলো—
ইরান অনেক আগেই আন্দাজ করেছিল, এই স্থানগুলোই হবে টার্গেট।
তাই গোপনে ও সুচারুভাবে তাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি, গবেষণা উপকরণ ও ইউরেনিয়াম সম্পূর্ণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল আক্রমণের আগেই।
⚠️ হামলায় কিছু সামান্য কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পারমাণবিক কার্যক্রম বা সামরিক সক্ষমতার এক বিন্দুও ক্ষতি হয়নি।
এই ক্ষয়ক্ষতি ছিল শুধুমাত্র বাইরে থেকে দেখানোর মতো, ভিতরে কিছুই ছিল না।
🔴 এটাই ইরান!
যুদ্ধের মাঠে নামার আগে তারা বুঝে নেয়, যুদ্ধ কোন কৌশলে হবে।
তারা প্রতিটি হামলার আগেই তৈরি করে রাখে প্রতিরোধের পথ।
ইন শা আল্লাহ অচিরেই ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস হবে

Shakil Hossain
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?