কবিতা:- জীবনের চার স্তম্ভ
লেখক :- আজিজুর রহমান সুদানি
জ্ঞানীজন কয় কথা, সে তো অতি অল্প,
জ্ঞান সাগরের গভীরতা, সে তো অনল্প।
নীরবে ধ্যানে মগ্ন, মন তার শান্ত,
অল্প বচনে মেলে জ্ঞানের অনন্ত প্রান্ত।
কম খেলে দেহ থাকে সুস্থ আর সবল,
আহারের সংযমে পায় স্বাস্থ্য শতদল।
রোগ দূরে রয় সদা, দেহ হয় ঝরঝরে,
অল্প আহারে শান্তি জীবন ভরে।
ঘুম যদি হয় অল্প, উপাসনা সম,
আত্মার তৃপ্তি সেথা, দূর করে ভ্রম।
রাতের নীরবতা, মন থাকে একা,
উপাসনার জ্যোতিতে হয় আলোকিত দেখা।
মানুষের ভিড়েতে, অল্প মেলামেশা,
নিরাপদ রাখে মন, কমায় দুরাশা।
নিজের ভুবনে শান্তি, আত্মমগ্ন হয়,
অল্প মেলামেশায় সে পায় নির্ভয়।
Shakil Hossain
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?