সবাই বলে নারী কিসে আটকায়!
সত্যি বলতে কোনোকিছু দিয়ে কাউ-কে আটকানো যায় না!.. এই কথা কেন বললাম জানেন..
হাজব্যান্ডকে বলছিলাম কিছু বাজার লাগবে শে-ষ হয়ে গেছে। তো উনি বললেন আমার মনে থাকবে না, কি কি আনতে হবে তুমি লিখে দাও..পরে আমি লিখে দিলাম,
সবই ঠিকঠাক আনছে কিন্তু আমি তো শ্যাম্পুর কথা লিখি নি! দুইদিন আগে বলছিলাম আমার শ্যাম্পু শে-ষ হয়ে গেছে..পরে আমি বললাম তোমার নাকি কিছু মনে থাকে না তাহলে এটা কিভাবে মনে থাকলো।!
সে হেসে উত্তর দিলো জানিনা!
হ্যাঁ নারী এরকম ছোট ছোট যত্নে-ই আটকায়। নারী-কে আটকানোর জন্য আহামরি কোনোকিছুর দরকার হয় না 🙂
Shakil Hossain
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?