এই জীবন
হে জীবন, তুমি আমাকে উড়তে শেখাও
আমাকে পরিস্থিতির সাথে লড়াই করতে শেখাও,
আমাকে যে কোন পরিস্থিতিতে সুখী হতে শেখাও,
প্রতিটি পরাজয় থেকে জয়ী হতে শেখাও।
জীবন- অনেক সুন্দর - খুবই সুন্দর,
কখনো হাসায় আবার কখনো কাঁদায়,
কিন্তু যে জীবনের ভিড়ে খুশি থাকে ,
জীবন তার সামনে মাথা নত করে থাকে ।
জীবনে ছায়া আছে আবার রোদও আছে,
হে জীবন, না জানি তোমার কত রূপ আছে ,
জীবনের পরিস্থিতি যাই হোক না কেন,
তবে জীবনে কখনোই হাসতে ভুলবেন না।
এই পৃথিবীতে কেউ সুখের জন্য কাঁদে,
আর কেউ দুঃখের আশ্রয়ে কাঁদে,
জীবনটা বড়োই অদ্ভুত,
কেউ বিশ্বাসের জন্য কাঁদে,
কেউ ভরসায় করে কাঁদে।
Shakil Hossain
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?