সকালে রবিন কল দিয়ে বলল, "দোস্ত,পাঁচ হাজার টাকা বিকাশ কর।"
টাকা দিয়ে কী করবি?"
আজ বয়ফ্রেন্ড দিবস। গার্লফ্রেন্ড কে নিয়ে একটু বের হতে হবে। তুই জলদি টাকা পাঠা কেমন।"
আমার বিকাশে ছয় হাজার টাকা আছে। রবিনের লেনদেন খারাপ না। ওকে পাঁচ হাজার টাকা পাঠালাম। আমার মনটা খারাপ হয়ে গেল! আজ বয়ফ্রেন্ড দিবস! আমার কোনো গার্লফ্রেন্ড নাই! অধরা নামে একটা মেয়ের সাথে অনেকদিন ধরে চেষ্টা করতাছি কিন্তু কাজ হচ্ছে না! অধরা আমাদের পাশের বাসার মেয়ে। দেখতে খুব সুন্দরী! আমাদের বাসায় মাঝেমধ্যে আসে।
সকালে অধরা আমাদের বাসায় এসেছে। ওকে আসতে দেখে আমি বাসা থেকে বের হলাম না। আমার রুমে আসল অধরা। হালকা গোলাপি রংয়ের একটা জামা পরেছে। কী সুন্দর লাগছে!
মিষ্টি হাসি দিয়ে বলল, " কেমন আছেন ভাইয়া?"
হাসিটা দেখতে কী যে ভালো লাগছে! আমি অনেকটা সময় ধরে অধরার দিকে তাকিয়ে রইলাম।
ভালো। তুমি কেমন আছ?"
"ভালো। আজ আপনার সময় আছে ভাইয়া?"
মেয়েটা আমাকে নিয়ে বের হবে মনে হয়। আমার কী যে ভালো লাগছে! বুকের ভিতরে ঢোল বাজতে শুরু করেছে! আজ বয়ফ্রেন্ড দিবস উপলক্ষে আমাকে নিয়ে ঘুরতে যাবে! মানে মেয়েটা ঠিকই আমাকে ভালোবাসে। আমি হাঁদারাম ধরতে পারিনি!
আমি সারাদিন ফ্রি আছি।"
"আমার সাথে একটু বাইরে যাবেন?"
ঠিক যা ভেবেছি! আমার মেজাজটা খারাপ হয়ে গেল। রবিনকে পাঁচ হাজার টাকা না দিলে হতো। অধরাকে নিয়ে প্রথম বের হবো। মাত্র এক হাজার টাকায় হবে! আমার কপালটাই এমন!
কখন যাবা? "
এগোরটার দিকে। "
"আচ্ছা ঠিক আছে। "
অধরা চলে গেল। আমি দ্রুত গোসল টোসল করে নতুন একটা শার্ট পরলাম। জীবনের প্রথম ডেটে যাচ্ছি। মা একবার জিজ্ঞেস করল, "কোথায় যাবি?"
"একটু কাজ আছে মা।"
অধরাকে নিয়ে বাসা থেকে বের হলাম। আমরা একই রিকশায় চড়ে যাচ্ছি। কোথায় যাব এখনো জানি না। আমাদের এলাকা থেকে অনেকটা দূরে আসার পর অধরা রিকশা থামাল। এখানে কী আছে বুঝতে পারছি না। কোনো বান্ধবির বাসা মনে হয়।
অধরা রিকশা থেকে নেমে গেল। আমি নামবো কিনা বুঝতে পারছি না।
অধরা আমার দিকে তাকিয়ে বলল, "ধন্যবাদ বাবু ভাই। আপনি না থাকলে আজ বাসা থেকে বের হতেই পারতাম না! আপনি সাথে যাবেন বলায় আম্মু রাজি হয়েছে।"
আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। অধরা চলে যাচ্ছে। একটু দূরে গিয়ে বলল, "এখন বাসায় যাবেন না ভাইয়া। বিকালে একসাথে ফিরব কেমন?"
আমার রিকশা চলতে শুরু করেছে। আমি দেখলাম অনেকটা দূরে রবিন দাঁড়িয়ে আছে। রবিন মনে হয় আমাকে দেখেনি। ওরা দুইজন একটা রিকশায় চড়ে বসল! # #