সখি তুমি কার।
শোভা একজন মেধাবী মেয়ে তার দুই বান্ধবী জলা ও চলা।শোভা তার দুই বান্ধবীকে খুব বিশ্বাস করতো।শোভাকে অয়ন নামে একটি ছেলে খুব পছন্দ করতো কিন্তু ঁশোভা ছেলেটবকে পাত্তা দিতেন না। কারন শোভা লেখা পড়া ব্যস্ত থাকতেন।শোভা দুই বান্ধবী জলা ও চলা দুইজন অয়নকে ভাল বাসতো। অয়ন দুইজনের প্রেমে পরে যায়। জলার সাথে দেখা হলে অযন বলে জলা তুমিই আমার একমাত্র ভাল বাসার মানুষ। চলার সাথে দেখা হলে অয়ন বলে চলা তুমিই একমাত্র মনের মানুষ। শোভা সাথর দেখা হলে অয়ন বলে শোভা তোমাকে খুব ভালবার মানুষ। শোভা জানে অয়নের সাথে জলা ও চলার প্রেম চলছে। তাই শোভা অয়নকর বলে সখি তুমি কার।
