গল্প: পুরোনো ছাতা ☂️
রিমঝিম বৃষ্টির মধ্যে হাঁটছিল রুবি। হঠাৎ পুরোনো একটা ছাতা দেখে থমকে গেলো। ছাতাটা তার বাবার প্রিয় ছিল, যেটা হারিয়ে গিয়েছিল পাঁচ বছর আগে। ছাতার হাতলে লেখা তার বাবার নাম এখনো জ্বলজ্বল করছে। দোকানদার বলল, “এক ভদ্রলোক রেখে গেছেন, বলেছিলেন কোনো একদিন কেউ খুঁজে নেবে।” রুবি ছাতাটা হাতে নিয়ে ভিজে চোখে আকাশের দিকে তাকাল। বাবা যেন আজও কাছে আছে।❤️❤️