ভালো মানুষ সব হারিয়েও হাসে, কারণ সে জানে—সততা একদিন ঠিকই নিজের পথ খুঁজে নেবে। আর মন্দ মানুষ সব পেয়েও অশান্ত, কারণ তার ভেতরে সবসময় কিছু না পাওয়ার ক্ষুধা থাকে।