মানুষ যখন মন্দ হয়ে যায়, তখন তার যুক্তি আর অহংকার বেড়ে যায়। কিন্তু যখন সে ভালো হয়, তখন নরম ভাষা আর সহজ মন নিয়ে কাছে আসে। তাই ভালো-মন্দ শুধু কাজেই নয়, কথায়ও প্রকাশ পায়।