তোমার দিকে তাকিয়ে
বোকাবোকা হাসি হেসে
আমি যদি বলি স্যরি;
আমাকে কী ক্ষমা করে দিবে?

চলে যেতে গেলে
তোমার হাত ধরে যদি বলি
আমার সঙ্গে থেকে যাও;
আজীবন থেকে যাবে?

শুনেছি কেউ থাকে না পাশে
কেউ রাখে না কথা
তবুও আমি যদি বলি;
ভালোবেসে যেয়ো আজীবন
তুমি কী করবে? ভালোবাসবে?

যদি আজীবন থাকতেই না পারো
তবে তুমি এসোই না
মিথ্যে ভালোবেসো না!

শুনেছি কেউ থাকে না পাশে
কেউ রাখে না কথা
তবুও আমি যদি বলি;
ভালোবেসে যেয়ো আজীবন
তুমি কী করবে? ভালোবাসবে?

যদি আজীবন থাকতেই না পারো
তবে তুমি এসোই না
মিথ্যে ভালোবেসো না!