জং ধরেছে হৃদ মাঝে তাই

জাগে না ভালোবাসা,

গ্রাস করেছে ঘোর ছলানায়

ভেঙে দিয়ে সব আশা !

তিলে তিলে গড়া দিলে দিলো সে

ঘোর বিরহের আগুন,

নিমেষে হারালো জীবন থেকে

সকল সুখের ফাগুন !

নিশি হারালো শশীর ঐ সুখ

কালো মেঘ দিলো ঢেকে,

সুখের নিবাস সন্ধানে গেলো

একা সে আমায় রেখে ।

সকল আসার ভাঙ্গলো বাসা

আঁধার হইলো সাথী,

মৃত মনে তাই জাগে না আর

প্রণয়ের নয়া বাত

জং ধরেছে হৃদ মাঝে তাই

জাগে না ভালোবাসা,

গ্রাস করেছে ঘোর ছলানায়

ভেঙে দিয়ে সব আশা !

তিলে তিলে গড়া দিলে দিলো সে

ঘোর বিরহের আগুন,

নিমেষে হারালো জীবন থেকে

সকল সুখের ফাগুন !

নিশি হারালো শশীর ঐ সুখ

কালো মেঘ দিলো ঢেকে,

সুখের নিবাস সন্ধানে গেলো

একা সে আমায় রেখে ।

সকল আসার ভাঙ্গলো বাসা

আঁধার হইলো সাথী,

মৃত মনে তাই জাগে না আর

প্রণয়ের নয়া বাতি