গল্প: হারিয়ে যাওয়া পেন🙂🙃
রোজকার মতো স্কুলে গিয়ে, অনি খুঁজে পেল না তার প্রিয় পেনটা।
তাতে করে লেখা হতো তার সব গল্প।
দুপুরে ক্লাস শেষে টিফিন বক্সের নিচে পেল সেটি।
ছোট্ট একটা কাগজে লেখা ছিলো:
"তোমার পেনটা খুব ভালো লেখে, আমি একটু ধার নিয়েছিলাম। – সোহেল"
অনির মুখে হাসি, মনে একটু রাগ—তবে গল্প থামলো না।

Saymon Ahmed
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?