কবিতা: বৃষ্টির চিঠি🌧️🌧️
রিমঝিম বৃষ্টি জানালায়,
কথা কয় সে মনভোলায়।
ফোঁটার ভেতর প্রেম লুকানো,
হৃদয়ে যেন ছোঁয়া আনে।
চুপিচুপি হাওয়ায় ভেসে,
স্মৃতিরা সব ফিরে আসে।
তুমি আমি পথের পাশে,
নিভৃতে বসে, শুধু হাসি।
আকাশ জুড়ে মেঘের খেলা,
মনে পড়ে সেই গল্পবেলা।
তুমি ছিলে, ছিলাম আমি,
বৃষ্টি ছিল সাক্ষী, নীরব নেমে।🌧️🌧️
Mohammad ROMJAN
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Saymon Ahmed
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?