ভালবাসার মানুষ চলে যায়,
তবু থেকে যায় ভালোবাসা।
মনে পড়ে, মনে ঝড়ে—
তার স্মৃতিতেই মোর নিত্য যাওয়া-আসা।
কীভাবে তাকে সুধাবো আমি,
আমার হৃদয়ের ভাষা?
ফিরে আসবে কি বসন্ত শেষে—
এই তো হৃদয়ের ছোট্ট আশা।
না-হয়, একবার ফিরে আসুক,
আমায় এসে একটু ভালোবাসুক।
জানি, সে থাকবে না চিরকাল,
বসন্ত এলে চলে যাবে ফের—
ফুটবে বিষণ্ণ সকাল।
তবু এসে দেখুক—
আমি আজও বেসেছি তাকে ভালো,
আজও রেখেছি তার খেয়াল।
বেসে যাবো ভালো, রাখবো খেয়াল—
তারই স্মৃতি রয়ে যাবে হৃদয় জুড়ে,
সাজবে চিরকাল।