ভালোবাসা – এক অন্তহীন শিক্ষা
সমুদ্রের গভীরতা বুঝেছি আমি,
বুঝেছি আকাশের নীল রঞ্জন,
শুধু বোঝা হলো না তোমার ভালোবাসার
বাস্তবতার নিরব স্পন্দন।
তোমার সেই নির্মল হাসির নিচে
লুকিয়ে ছিল ছলনার বিষ,
ভালোবাসা নামে যেই ছোঁয়া দিলি
তা হয়ে উঠল এক বিষণ্ণ দংশনবিশ।
তবু বলি, আমি ধন্য, আমি পূর্ণ,
তোমার ভালোবাসাই তো শেখাল—
ভালোবাসা কেবল আকাঙ্ক্ষা নয়,
সে এক অফুরন্ত বেঁচে থাকার চাল।
আমি আজ শিখেছি ভালো থাকার
মুল মন্ত্র, ভালোবাসা শুধু বেদনার
জন্য নহে ভালোবাসা বয়ে আনে কবিতার
সমুদ্রে ছন্দ,উপন্যাসের গলিতে গল্পের
ছোয়া।
ভালোবাসা— যদি হয় নিঃস্বার্থ,
সার্থহীন এক পবিত্র অভিব্যক্তি,
তবেই সে হয়ে ওঠে জীবনের জন্য
সুখের, শান্তির এক সত্য সত্ত্বিকৃতি।
---